menu-iconlogo
huatong
huatong
avatar

কেন রোদের মত হাসলেনা

Rishi Pandahuatong
sharonsonhuatong
Тексты
Записи
কেন রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না

আমার কাছে দিন ফুরালেও আসলে না

এই মন কেমনের জন্মদিন

চুপ করে থাকা কঠিন

তোমার কাছে খরস্রোতাও গতিহীন

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই

দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই

শুধু আমারই

রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না

আমার কাছে দিন ফুরালেও আসলে না

জলে ভেজা, চোখবোজা

ঘুম খোঁজা ভোর

নিশানা তীর, স্মৃতির ভীড়

এলোমেলো ঘর'দোর

মেঘ আসে এলো কেশে

ছুঁয়ে দিলেই সব চুপ

সেই মেঘবালিকার গল্প হোক

শহরজুড়ে বৃষ্টি হোক

রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম

পাতাভরা সব দু টুকরোরা

কাল বৈশাখীর মতো মুখচোরা

সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান

নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই

বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই

শুধু আমারই

কেন রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না

আমার কাছে দিন ফুরালেও আসলে না

... সমাপ্ত...

Еще от Rishi Panda

Смотреть всеlogo

Тебе Может Понравиться