menu-iconlogo
huatong
huatong
avatar

কে তুমি সুন্দরী কন্যা গো

Rizia Parveenhuatong
norm_1962huatong
Тексты
Записи
কে তুমি সুন্দরী কন্যা গো

ও কন্যা বনেতে আসিয়া.. হায় গো

ঘুইরা বেড়াও কেন কিসেরও লাগিয়া

ভীনদেশি নাগর ও তুমি গো

নাগর লজ্জা সরম নাই হায় গো

পথ ছাইড়া দাও আমি ঘরে ফিরা যাই

হলুদ বরন অঙ্গ তোমার গো

ও কন্যা রুপ দেখিয়া মরি হায় গো

কি নাম তোমার আমায় কয়না গো সুন্দরী

ছাপি নগর আমার বাড়ি গো

ও নাগর বনে বনে ঘুরি হায় গো

বাদশার মেয়ে আমি কমলা সুন্দরী

কি নামও তোমার ও নাগর গো

ও নগর কোথায় বাড়ি ঘর হায় গো

কিসের লাইগা আইলা বনের ও ভিতর

কাজ নগরের বাদশার ছেলে গো

ও আমি শিকারে আসিয়া হায় গো

তোমার রুপের জালে গেলাম বন্দি হইয়া

তুমি যদি থাক রাজি গো

ও কন্যা কইরা তোমায় বিয়া হায় গো

দেশে ফিরা যাবো তোমার সঙ্গে নিয়া

দোহাই লাগে তোমার নাগর গো

ও নাগর মাথার কিরা খাও হায় গো

প্রান্তে জীবও যদি আমায় ভুইলা যায়

তুমি আমার হইবা আমায় কথা দাও

প্রান্তে জীবও যদি আমায় ভুইলা যায়

ধন্যবাদ

Еще от Rizia Parveen

Смотреть всеlogo

Тебе Может Понравиться