menu-iconlogo
huatong
huatong
avatar

Khub Beshi Mone Pore Tomake

Robi Chowdhuryhuatong
spyro_starhuatong
Тексты
Записи
খুব বেশী মনে পড়ে তোমাকে

ভুল করে মনে পড়ে তোমাকে

হৃদয় শূন্যে করে চলে গেছো বহু দূরে

ভুলতে পারিনা তবু তোমাকে

খুব বেশী মনে পড়ে তোমাকে

ভুল করে মনে পড়ে তোমাকে

By

কত চেনা মুখ আমি দেখি প্রতিদিন

চোখেরি আড়াল হয়ে, আছো বহু দিন

কত চেনা মুখ আমি দেখি প্রতিদিন

চোখেরি আড়াল হয়ে, আছো বহু দিন

হয়তো এখন তুমি ভুলে গেছো আমাকে

ভুলতে পারিনি আমি তোমাকে

খুব বেশী মনে পড়ে তোমাকে

ভুল করে মনে পড়ে তোমাকে

ভুল ভেঙ্গে গেলে যদি আসো কোন দিন

ফিরিয়ে দেবোনা তোমায় আমি সেই দিন

ভুল ভেঙ্গে গেলে যদি আসো কোন দিন

ফিরিয়ে দেবোনা তোমায় আমি সেই দিন

এখনো তোমার স্মৃতি পিছু ডাকে আমাকে

ভুলতে পারিনা তাই,তোমাকে

খুব বেশী মনে পড়ে তোমাকে

ভুল করে মনে পড়ে তোমাকে

হৃদয় শূন্যে করে চলে গেছো বহু দূরে

ভুলতে পারিনা তবু তোমাকে

খুব বেশী মনে পড়ে তোমাকে

ভুল করে মনে পড়ে তোমাকে

Еще от Robi Chowdhury

Смотреть всеlogo

Тебе Может Понравиться