menu-iconlogo
huatong
huatong
rubel-khandakar--cover-image

পাখি পাখি পাখি রে

Rubel Khandakarhuatong
GrambanglarGanhuatong
Тексты
Записи
পাখি পাখি পাখি রে

তোরে যত ডাকি রে,

মনে লাগে আহারে কি সুখ

ভুলে থাকি পৃথিবী তোরে যখন ভাবি

ভুলিনা তোর আদর মাখা মুখ

পাখি তোরে ভালোবাসি রে

পাখি তোরে ভালোবাসি রে ...

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে,

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে

জোৎস্না রাতে পাতার ফাঁকে

চাঁদের উঁকি ঝুঁকি

তুই যে আমার সুখ জোছনা

রাতের চন্দ্রমুখী

হো-----রারা --রার---রারা--

জোৎস্না রাতে পাতার ফাঁকে

চাঁদের উঁকি ঝুঁকি

তুই যে আমার সুখ জোছনা

রাতের চন্দ্রমুখী

পাখি তোরে ভালোবাসি রে

পাখি তোরে ভালোবাসি রে ...

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে,

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে।

মন বাগানে তুই যে আমার

প্রেমের কৃষ্ণকলি,

ইচ্ছে করে লক্ষ তারার

গল্প তোরে বলি

মন বাগানে তুই যে আমার

প্রেমের কৃষ্ণকলি,

ইচ্ছে করে লক্ষ তারার

গল্প তোরে বলি

পাখি তোরে ভালোবাসি রে

পাখি তোরে ভালোবাসি রে ...

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে,

ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি রে

Еще от Rubel Khandakar

Смотреть всеlogo

Тебе Может Понравиться