মেয়েঃ এক বুক ভালোবাসা
তোমায় দিলাম
প্রিয় থেকে প্রিয়জন
করে নিলাম
হবো আমরা দুজন
এক প্রান এক মন
সপ্ন দেখে ছিলাম
ছেলেঃ এক বুক ভালোবাসা
তোমায় দিলাম
প্রিয় থেকে প্রিয়জন
করে নিলাম
হবো আমরা দুজন
এক প্রান এক মন
সপ্ন দেখে ছিলাম
মেয়েঃ পৃথিবীতে.... তোমার চেয়ে
নেইতো আর কিছু দামি
একে পথে তোমার সাথে
ছায়া হয়ে থাকব আমি
ছেলেঃ পৃথিবীতে তোমার চেয়ে
নেইতো আর কিছু দামি
একে পথে তোমার সাথে
ছায়া হয়ে থাকব আমি
মেয়েঃ দেখি অনুভবে
আমি কখন কবে
তোমার হয়ে গেলাম
ছেলেঃ এক বুকে ভালোবাসা
তোমায় দিলাম
প্রিয় থেকে প্রিয়জন
করে নিলাম
মেয়েঃ হবো আমরা দুজন
এক প্রান এক মন
সপ্ন দেখে ছিলাম
ছেলেঃ তোমার প্রেমে আমায় তুমি
দিয়েছো অন্ধ করে
আমায় নিয়ে মনের দুয়ার
দিও তুমি বন্ধ করে
মেয়েঃ তোমার প্রেমে আমায় তুমি
দিয়েছো অন্ধ করে
আমায় নিয়ে মনের দুয়ার
দিও তুমি বন্ধ করে
ছেলেঃ আমি তোমায় পেয়ে
চেনা সুখের চেয়ে
নতুন সুখ যে পেলাম
মেয়েঃ এক বুক ভালোবাসা
তোমায় দিলাম
প্রিয় থেকে প্রিয়জন
করে নিলাম
হবো আমরা দুজন
এক প্রান এক মন
সপ্ন দেখেছিলাম
ছেলেঃ এক বুক ভালোবাসা
তোমায় দিলাম
প্রিয় থেকে প্রিয়জন
করে নিলাম
হবো আমরা দুজন
এক প্রান এক মন
সপ্ন দেখেছিলাম