menu-iconlogo
huatong
huatong
avatar

চিঠি কেনো আসেনা Chithi keno ashe na

RunaLailahuatong
staciejo4huatong
Тексты
Записи
দয়া করে কেউ কপি বা

রি আপলোড দিবেন না।

গান : চিঠি কেনো আসেনা

শিলপী : রুনা লায়লা

ছবি : প্রিয় শএু

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা..

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে..

ভুলেছো কি নাম ঠিকানা....

আর ও সুন্দর সুন্দর

HD মিউজিক পেতে চাইলে

আমার SONGBOOK দেখতে পারেন

আপনাদের ভালোবাসায় সত্যি আমি ধন্য।

যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা

করবেন। আমি ভালোবাসি সকল

ভাই বোনদের। শেষ বারের মতো অনুরোধ

এর পরিবেশটা ভালো রাখবেন।

যাবার আগে...

বলেছিলে হাতটি ধরে..

প্রতিদিন চিঠি দেবে

একটি করে..

যাবার আগে...

বলেছিলে হাতটি ধরে...

প্রতিদিন চিঠি দেবে

একটি করে..

আজ কেনো সেই কথা মনে রাখোনা

আমারে কি মনে পড়ে না..

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা...

আমার গান যদি ভালো লেগে থাকে

তাহলে Like,Comment and

Share করতে ভুলবেন না

তোমার কথা..

ভেবে ভেবে রাত কাটেনা,

আমি জাগি, তারা জাগে..

ঘুম আসেনা

তোমার কথা..

ভেবে ভেবে রাত কাটেনা,

আমি জাগি, তারা জাগে

ঘুম আসেনা।

সুখ যদি পাও তুমি দিয়ে বেদনা

দূরে থাকো ফিরে এসোনা...

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা

চিঠি কেনো আসেনা,

আর দেরি সহেনা

ভুলেছো কি তুমি আমাকে

ভুলেছো কি নাম ঠিকানা

সাথে থাকার জন্য ধন্যবাদ।

Еще от RunaLaila

Смотреть всеlogo

Тебе Может Понравиться