menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
আকাশ থেকে একটা বিমান

কখন নেমে আসবে মাটিতে

আমি বসে ভাবছি বাড়িতে

দুর্ঘটনা ঘটলো কি?

আকাশ ভীষণ মেঘলা আর

বৃষ্টি হচ্ছে এই কোলকাতায়

তোমার গন্তব্যের কি অবস্থা

তা জানে কেবল প্রকৃতি

মেঘলা মনের শান্ত ঝড়

আমার গুলিয়ে দিচ্ছে তেপান্তর

আমি ঘরের মধ্যেই খুঁজছি ঘর

খুঁজে পাচ্ছি শুধু তোমার কবর

কোনও এমার্জেন্সি ঘোষণা—

অবতরণ হয়ছে বিঘ্নিত

আমি ভীষণ ভীষণ চিন্তিত

না পেয়ে তোমার খোঁজখবর

ফ্রিজের ভেতর জমছে খাবার

জমে জমে হচ্ছে পাহাড়

সময় হল পৌঁছে যাবার

খিদে তবু পাচ্ছে কৈ?

নকল হচ্ছে তোমার সই

লুট হয়ে যাচ্ছে চেকের বই

তোমার ভাঙছে তালা, টিপছে গলা

তোমার তৈরি রহস্যই

ফোন করবো বলেও করছো না

তুমি অপঘাতেও মরছো না

করো নিজেই নিজের শত্রুতা

তোমার প্রকৃতি বিপজ্জনক

আমি শান্তশিষ্ঠ ভদ্রলোক

রাগ সর্বোচ্চ হলে দিই ধমক

কেটে যাচ্ছে আমার ক্রুদ্ধ শোক

বৃষ্টিতে ভিজছে অপেক্ষা

আকাশ থেকে একটা বিমান

কখন নেমে আসবে মাটিতে

আমি বসে ভাবছি বাড়িতে

দুর্ঘটনা ঘটলো কি

মেঘলা মনের শান্ত ঝড়

আমার গুলিয়ে দিচ্ছে তেপান্তর

আমি ঘরের মধ্যেই খুঁজছি ঘর

খুঁজে পাচ্ছি শুধু তোমার কবর

কোনও এমার্জেন্সি ঘোষণা—

অবতরণ হয়ছে বিঘ্নিত

আমি ভীষণ ভীষণ চিন্তিত

না পেয়ে তোমার খোঁজখবর

Еще от Rupam Islam/Bumpÿ

Смотреть всеlogo

Тебе Может Понравиться