গানের কথাঃ যৌবনটা এক প্রেমপত্র,
---------------------
মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,
ছেলেঃ থাকবে না তাতে কোন শর্ত,
মেয়েঃ তুমি,
ছেলেঃ আর আমি,
মেয়েঃ আমি,
ছেলেঃ আর তুমি,
মেয়েঃ তুমি আমি,
ছেলেঃ আমি তুমি,
মেয়েঃ দুজনে,
ছেলেঃ দুজনকে,
ছেলেঃ+মেয়েঃ চিরদিন ভালোবেসে যাবো!
Short Music
ছেলেঃ+মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,
ছেলেঃ+মেয়েঃ থাকবে না তাতে কোন শর্ত!
Music
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও খুরশীদ আলম,
চলচ্চিত্রঃ প্রতিনিধি (১৬/০১/১৯৭৬ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/সুজাতা/শাবানা প্রমুখ,
পরিচালকঃ আজিম।
Music
মেয়েঃ এইতো বেশ ভালো আছি এইতো,
ছেলেঃ নেই তো আর পিছুটান নেই তো,
এহে হে হে হে হে হে,
মেয়েঃ ওহো হো হো হো হা হা আ,
Short Music
মেয়েঃ এইতো বেশ ভালো আছি এইতো,
ছেলেঃ নেই তো আর পিছুটান নেই তো,
মেয়েঃ য়ূমহুম হুম যেখানে মন চায়,
দূর কোন নিরালায়,
ছেলেঃ আমাদের ছোট্টনীড়,
ছেলেঃ+মেয়েঃ ভালোবেসে সেইখানে বাঁধবো!
Short Music
ছেলেঃ হেয়!
ছেলেঃ+মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,
ছেলেঃ+মেয়েঃ থাকবে না তাতে কোন শর্ত!
Music
মেয়েঃ স্বপ্ন আজ হলো নতুন স্বপ্ন,
ছেলেঃ লগ্ন আজ এলো প্রেমের লগ্ন,
মেয়েঃ য়ূমহুম হুম লোকে যদি কিছু কয়,
নেই লাজ নাই ভয়,
ছেলেঃ আমরণ একসাথে,
ছেলেঃ+মেয়েঃ পাশাপাশি মুখোমুখি থাকবো!
Short Music
ছেলেঃ হেয়!
ছেলেঃ+মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,
ছেলেঃ+মেয়েঃ থাকবে না তাতে কোন শর্ত!
---------------
আপলোডঃ মইনুল জীবন।