menu-iconlogo
huatong
huatong
sabina-yasminrafiqul-alam-tumi-amar-moner-manush-cover-image

Tumi Amar Moner Manush

Sabina Yasmin/Rafiqul Alamhuatong
ng_natashahuatong
Тексты
Записи
হুম.....আ.....লা লা লা লা লা

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর

তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না গো কোন দিও পর

তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে ত্রিষনা আরো বারে

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

হায়রে আমি অভাগিনী পিপাসায় কাতর

তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না গো কোন দিও পর

তোমার এতো ভালোবাসা আমি

বলো কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দি থেকো

ওগো অবুঝ পাখি

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ারর পথ বন্ধ

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ারর পথ বন্ধ

ইচ্ছে করে জনম ভরে করি গো আদর

তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না গো কোন দিও পর

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর

তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না গো কোন দিও পর

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর

তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর

তুমি আমায় কইরো না গো কোন দিও পর

Еще от Sabina Yasmin/Rafiqul Alam

Смотреть всеlogo

Тебе Может Понравиться