একটা সময় তোরে আমার সবি
ভাবিতাম
তোরে মন পিজরে যতন করে
আগলাইয়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুখ্য
পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে
হারাইয়া যাইতাম
একটা সময় তোরে আমার সবি
ভাবিতাম
তোরে মন পিজরে যতন করে
আগলাইয়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা দুখ্য
পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে
হারাইয়া যাইতাম
ওরে মনের খচায় যতন কইরা
দিলাম তোরে ঠাই
এখন তোর মনেতে আমার জন্য
কোন জায়গা নাই
ওরে আদর কইরা পিজরাতে
পুষলাম পাখিরে
তুই যারে যা উইরা যারে অন্য
ও...মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে
আমার যত্নে পড়া ভালবাসা দে
ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
ও...মাইয়া তুই বড় অপরাধি তোর ষমা
নাইরে