menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু আমার রাতের আকাশ bondhu amar rater

Sadman Pappuhuatong
keganj7huatong
Тексты
Записи

JINIYA JINNAT

Singer : Sadman Pappu

এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা

হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা

এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা

হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা

এখন বন্ধু আমার রাতেরো আকাশ

ওর ঘরেতো আমার বসবাস

বন্ধু আমার চাঁদের জোছোনা

এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একাই পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয়

ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়

JINIYA JINNAT

যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই

যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই

এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই

তারার মতো শতো ব্যাথা বুকে নিভে জ্বলে

এখন আমি প্রহর কাটাই জোনাক দলে

বন্ধু আমার রাতেরো আকাশ

ওর ঘরেতো আমার বসবাস

বন্ধু আমার চাঁদের জোছোনা

এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একাই পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয়

ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন

এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন

এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন

দুঃখ ভরা পবনেতে ফেলি রে নিশ্বাস

এতো সুখের ভলোবাসায় ভাঙলিরে বিশ্বাস

বন্ধু আমার রাতেরো আকাশ

ওর ঘরেতো আমার বসবাস

আমার বন্ধু আমার চাঁদের জোছোনা

এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারারা আমায় একাই পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয়

ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়

JINIYA JINNAT

Еще от Sadman Pappu

Смотреть всеlogo

Тебе Может Понравиться