menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি ছাড়া আমি একা

সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনhuatong
🎸RAFI_KHALED🇧🇩🅶🅳🅱︎huatong
Тексты
Записи
মেয়েঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা, মেঘে ঢাকা

জীবন আমার, পায় গো জীবন

তুমি যখন, দাও দেখা~

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা, মেঘে ঢাকা।।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

মেয়েঃ দুটি চোখে, নেই ভাষা নেই

সবই যেন বলা হয়েছে

==============

ছেলেঃ খরা বুকে, নেই আশা নেই

সবই যেন মিটে গিয়েছে

মেয়েঃ আমি খেয়াতরী, যেন তুমি

তুমি, তুমি কিনারা~

ছেলেঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা, মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন, দাও দেখা~

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা, মেঘে ঢাকা।।

আপলোডেড বাই- রফি খালেদ, ক্যাপ্টেন, গানের ডালি, বাংলাদেশ।

ছেলেঃ ভালোবাসা, রয় জেগে রয়

শত মরণেও মরে না

==============

মেয়েঃ কাছে আসা, হয় স্মৃতি হয়

কভু সে বাঁধন ছিড়ে না

ছেলেঃ দূরে গেলে তারা, হয়ে দেবে

দেবে, দেবে ইশারা~

মেয়েঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা, মেঘে ঢাকা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা, মেঘে ঢাকা

ছেলেঃ জীবন আমার পায় গো জীবন

তুমি যখন, দাও দেখা~

দ্বৈত কণ্ঠঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা, মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন, দাও দেখা~

মেয়েঃ তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা।।

~ধন্যবাদ~

Еще от সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন

Смотреть всеlogo

Тебе Может Понравиться