<=শিল্পী=খাইরুল ওসি=মুক্তা সরকার=>
F]চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
==ফ্যামিলি =RMP==
==আপলোড=সাকিব==
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
M]সুযোগ পাইয়া বন্ধু তোমায়
মারলো পিষে পিষে
সুযোগ পাইয়া বন্ধু তোমায়
মারলো পিষে পিষে
M+F]চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
==ফ্যামিলি =RMP==
<=============>
M]তোমার মাঝে তুমি থাইকা কারে করো খোঁজ
এতো ব্যথা পাইয়াও তবু রয়েছো অবুঝ
F]তোমার মাঝে তুমি থাইকা কারে করো খোঁজ
এতো ব্যথা পাইয়াও তবু রয়েছো অবুঝ
M]দুঃখ কেন পাও তবু তারেই ভালোবেসে
দুঃখ কেন পাও তবু তারেই ভালোবেসে
M+F]আরে চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
ওরে চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
<===========>
M]তুমি এত সরল থাকো গরল তোমায় চিনে
ছদ্মবেশে তোমার সকল ভিতর বাহির জানে
F]তুমি এত সরল থাকো গরল তোমায় চিনে
ছদ্মবেশে তোমার সকল ভিতর বাহির জানে
M]তার মতে না চলিলে যাইবা কিন্তু ফেসে
তার মতে না চলিলে যাইবা কিন্তু ফেসে
M+F]চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে,
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
==আপলোড=সাকিব==
<===========>
M]প্রথম প্রথম সাধের পিরিত কয়দিনেই হয় জ্বালা
এখন ভাবো এমন পিরিত না করিলেই ভালা
F]প্রথম প্রথম সাধের পিরিত কয়দিনেই হয় জ্বালা
এখন ভাবো এমন পিরিত না করিলেই ভালা
M]কেউ বোঝে না কোন নেশায় চোখ রক্ত জলে মিশে
কেউ বোঝে না কোন নেশায় চোখ রক্ত জলে মিশে।
M+F]চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
M]সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে
সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে
M+F]চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসে
পিরিতের বিষে নাকি অন্তরের দোষে
<=====সমাপ্ত=====>