menu-iconlogo
huatong
huatong
avatar

আমি চাইলাম যারে ভবে পাইলাম Ami chailam jare

Salma Akhterhuatong
Rony_Mollik_GBMhuatong
Тексты
Записи
আমি চাইলাম যারে,

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে,

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

Green Bangla Music

Rony_Mollik_GBM

জীবন দিয়া যারে আমি,বেসেছিলাম ভালো

সে আমারে ভুল বুঝিয়া,দূরে চলে গেল

জীবন দিয়া যারে আমি,বেসেছিলাম ভালো

সে আমারে ভুল বুঝিয়া,দূরে চলে গেল

আমার কপালে নাই সুখ

বুঝি বিধাতার বৈমুখ

এই পোড়া মুখ,আমি দেখাবো কারে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

Rony_Mollik_GBM

follow Like And Comment

আশা ছিল প্রাণবন্ধুরে,রাখিবো এই বুকে

বন্ধুয়ারে লইয়া আমি,থাকিবো সুখে

আশা ছিল প্রাণবন্ধুরে,রাখিবো এই বুকে

বন্ধুয়ারে লইয়া আমি,থাকিবো সুখে

হায়রে ভালোবাসা....

আমায় করলি নৈরাশা

হায়রে ভালোবাসা

আমার করলি নৈরাশা

এমন ভালোবাসা,যেন কেউ না করে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

আমি চাইলাম যারে

ভবে পাইলাম না তারে

সে এখন বাস করে অন্যের ঘরে

সে এখন বাস করে অন্যের ঘরে

Еще от Salma Akhter

Смотреть всеlogo

Тебе Может Понравиться

আমি চাইলাম যারে ভবে পাইলাম Ami chailam jare от Salma Akhter - Тексты & Каверы