menu-iconlogo
huatong
huatong
avatar

প্রাণনাথ Pranonath

Salma Akhterhuatong
plg3333huatong
Тексты
Записи
ছাড়িয়া যাইও না বন্ধুরে

ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

কথা রাখো কাছে থাকো যাইয়ো না গো দূরে

কথা রাখো কাছে থাকো যাইয়ো না গো দূরে

বন্দুরে...যাইয়ো না গো দূরে

দূরে গেলে পরান আমার

ছট ফট ছট ফট করে রে

ওরে দূরে গেলে পরান আমার

ছট ফট ছট ফট করে রে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

তোমার প্রেমে হইলাম আমি

মিছা দোষের ভাগী

তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগী

বন্দুরে...মিছা দোষের ভাগী

তোমারে না পাইলে আমি বিনা রোগে রুগি রে

ওরে তোমারে না পাইলে আমি

বিনা রোগে রুগি রে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা

তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা

বন্দুরে...এই আমার বাসনা

ওরে মন যারে চায়

তারে ছাড়া মনেতো বুজেনা রে

ওরে মন যারে চায়

তারে ছাড়া মনেতো বুজেনা রে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

বাউল আব্দুল করিম বলে কি বলিবো বেশী

ওস্তাদ আব্দুল করিম বলে কি বলিবো বেশি

বন্দুরে...কি বলিবো বেশি

ওরে মনে চায় দেখিতে তোমার

চান্দ মুখের হাঁসি রে

ওরে মনে চায় দেখিতে তোমার

চান্দ মুখের হাঁসি রে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

প্রাণনাথ...ছাড়িয়া যাইও না বন্ধুরে

ধন্যবাদ

Еще от Salma Akhter

Смотреть всеlogo

Тебе Может Понравиться