menu-iconlogo
huatong
huatong
salma-akhter-behaya-monta-loiya-cover-image

বেহায়া মনটা লইয়া Behaya Monta Loiya

Salma Akhterhuatong
prepy15oldhuatong
Тексты
Записи
বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল

বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল

ও তোরে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডাল

আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডাল

কাটা গায়ে নূন ছিটায়া,

কাটা গায়ে নূন ছিটায়া

খুচাইয়া তুলতেছো ছাল

আইজ আমার ঘটিল জঞ্জাল

বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল

2018 Shafik

ও তুই যতই ব্যাথা, দিয়েছিস নিঠুর...

ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর

ওরে লেগেছে মধুর

যেমন প্রভুর দার ছাড়েনা কুকুর

যেমন প্রভুর দার ছাড়েনা কুকুর

যতই করুক বেত্রাঘাত

তোর লাইগা রে

তোর লাইগা বেহাইয়া মনটা, করে রে উৎপাত

আমি শুন বলি প্রাণনাথ

তোর লাইগা বেহাইয়া মনটা, করে রে উৎপাত

ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী...

মাঝসাগরে প্রেমের নাও টা ডুবাইয়া দিলি

ওরে ডুবাইয়া দিলি

ও তুই কোন বা দোষে কোন কারণে

ও তুই কোন বা দোষে কোন কারণে

ছাইড়া দিলি আমার সাথ

তোর লাইগা রে

তোর লাইগা বেহাইয়া মনটা, করে রে উৎপাত

আমি শুন বলি প্রাণনাথ

তোর লাইগা বেহাইয়া মনটা, করে রে উৎপাত

বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল

আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডাল

আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডাল

কাটা গায়ে নূন ছিটায়া,কাটা

গায়ে নূন ছিটায়া

খুচাইয়া তুলতেছো ছাল

আইজ আমার ঘটিল জঞ্জাল

বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল

আইজ আমার ঘটিল জঞ্জাল

আইজ আমার ঘটিল জঞ্জাল

Еще от Salma Akhter

Смотреть всеlogo

Тебе Может Понравиться