menu-iconlogo
huatong
huatong
avatar

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

Sandhya Mukhopadhyayhuatong
ri2fla900huatong
Тексты
Записи
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার

এই চাঁদের অথিতিরে বরন করি

এই চাঁদের অথিতিরে বরন করি

ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার

বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার

ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার ।

এই মধুর হাসিতে হৃদয় ভরি

এই চাঁদের অথিতিরে বরন করি ।

ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত

RaiNy Sky

সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়

ফুলঋতু আজ এল বুঝি মোর জীবনে ফুল ছায়

কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই

মনে মনে যেন স্বপ্নের দেশে যাই ।

আজ তাইকি জীবনে বাসর গড়ি

এই চাঁদের অথিতিরে বরন করি ।

ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার ।

Еще от Sandhya Mukhopadhyay

Смотреть всеlogo

Тебе Может Понравиться