অচেনা পথে কুয়াশারই চাদর
সঙ্গে রেখেছি তোর মিথ্যে আদর
অচেনা পথে কুয়াশারই চাদর
সঙ্গে রেখেছি তোর মিথ্যে আদর
চল ভাসি সব ভুলে ক্ষণিকের সমুদ্দুরে
এঁকে আসি সীমানা কোনো এক প্রান্তরে
অজানা আলোয় ঠিকানা ভুলে চলেছি যে আমি
কারণ-অকারণে পথ ভুলে গিয়েছি যে আমি
কথা হয়েছিল পাশে থেকে যাওয়ার
দূরে চলে গেলে একা করে আবার
থেকে যাবি এক কোণে, নদীর ওই বালুচরে
আসবি না জানি তুই আমার এই বুকের ঘরে
অজানা আলোয় ঠিকানা ভুলে চলেছি যে আমি
কারণ-অকারণে পথ ভুলে গিয়েছি যে আমি