menu-iconlogo
huatong
huatong
sathi--cover-image

যে চিতার আগুন বুকে

Sathihuatong
SM-JIBON-🤴-💞ˢⁱᵍᵐᵃhuatong
Тексты
Записи
কপি থেকে বিরত থাকুন

শিল্পী,,সাথী

চয়েজ~জীবন হাছান

যে চিতার আগুন বুকে

তুমি গেছো যেলে

সেই চিতার আগুন

যায় নিভে যায়

তুমি কাছে এলে ওগো

তুমি কাছে এলে,

যে চিতার আগুন বুকে

তুমি গেছো যেলে

সেই চিতার আগুন

যায় নিভে যায়

তুমি কাছে এলে ওগো

তুমি কাছে এলে ,

যে চিতার আগুন বুকে

তুমি গেছো যেলে,,

ভালো গান পেতে

নক করতে পারেন

?SM-JIBON~Hassan~?

Room~1969841

দেবদাস হতে মন

চায় না তো আর,

তুমি এসে খুলে দাও

সুখেরই দুয়ার,

ও দেবদাস হতে মন

চায় না তো আর,

তুমি এসে খুলে দাও

সুখেরই দুয়ার,

যে সুখের ছোঁয়ায় যাবো

সব ব্যথা ভুলে,

চিতার আগুন যায়

নিভে যায়

তুমি কাছে এলে ওগো,

তুমি কাছে এলে,

যে চিতার আগুন বুকে

তুমি গেছো জেলে,,

গানটি ভালো লাগলে

অবশ্যই লাইক

কমেন্টস করবেন

দূরে চলে যেও না

করে অভিমান

সবই জেনে তবু কেন

হয়েছ পাষান

ও দূরে চলে যেও না

করে অভিমান

সবই জেনে তবু কেন

হয়েছ পাষান

কি এমন ক্ষতি তোমার

আমি সুখী হলে

চিতার আগুন যায়

নিভে যায়,

তুমি কাছে এলে ওগো

তুমি কাছে এলে

যে চিতার আগুন বুকে

তুমি গেছো জেলে,

সেই চিতার আগুন যায়

নিভে যায়

তুমি কাছে এলে ওগো

তুমি কাছে এলে

যে চিতার আগুন বুকে

তুমি গেছো জেলে,

সেই চিতার আগুন যায়

নিভে যায়

তুমি কাছে এলে ওগো

তুমি কাছে এলে

যে চিতার আগুন বুকে

তুমি গেছ যেলে,,?

Еще от Sathi

Смотреть всеlogo

Тебе Может Понравиться