menu-iconlogo
huatong
huatong
avatar

নীল রঙ ছিল ভীষণ প্রিয়

SB TUNEShuatong
SB_TUNEShuatong
Тексты
Записи
সেদিনও ছিল দুপুর এমন

ঝকঝকে রোদ অস্থির মন

আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়

সেদিনের মত কলেজের ক্লাস

শেষ হয়ে গেছে অবকাশ

পাওয়া গেছে ফের দেখার আকাশ

নীলচে সময়

নীল রঙ ছিল ভীষণ প্রিয়

তাই সব কিছু নীলিয়ে দিল

মনে পড়ে কি সেদিন

বলেছিলাম তোমায়

আজ নীল রং এ মিশে গেছে লাল

আজ রং চিনে নেবার আকাল

নীল বাতাসেও বে-নীল ভেজাল

ভেসে বেড়ায়

আহা হা হা..

যেতে দাও সে দিনের মত

আহা হা হা..

পেতে দাও সে দিনের ক্ষত

আহা হা হা..

নীল শরীরে তোমায় ছোঁব

আহা হা হা ..

নীল সাগরে ভাসিয়ে দেব

আহা হা হা..

যেখানে সব বেড়া ভেঙে যায়

আহা হা হা..

সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজো সেই দূরের তলব

বন্ধ ঘরের সেই পথের ঝলক

পথের সীমায় পাথর ফলক

দেয় ডাক

শুনি আজো সেই দূরের তলব

বন্ধ ঘরের সেই পথের ঝলক

পথের সীমায় পাথর ফলক

দেয় ডাক

ঝকঝকে রোদে কংক্রিট ভীড়

করে আসে ছায়া দেয় বাঁধে নীড়

অস্থির মন অজান্তে স্থির

বলে আজ থাক

নীল রঙ ছিল ভীষণ প্রিয়

তাই সব কিছু নীলিয়ে দিল

মনে পড়ে কি সেদিন

বলেছিলাম তোমায়

আজ নীল রং এ মিশে গেছে লাল

আজ রং চিনে নেবার আকাল

নীল বাতাসেও বে-নীল ভেজাল

ভেসে বেড়ায়

আহা হা হা..

যেতে দাও সে দিনের মত

আহা হা হা..

পেতে দাও সে দিনের ক্ষত

আহা হা হা..

নীল শরীরে তোমায় ছোঁব

আহা হা হা ..

নীল সাগরে ভাসিয়ে দেব

আহা হা হা..

যেখানে সব বেড়া ভেঙে যায়

আহা হা হা..

সেই দূর পাহাড়ের নীলিমায়

সেদিনও ছিল দুপুর এমন

ঝকঝকে রোদ অস্থির মন

আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়

না না না..

Еще от SB TUNES

Смотреть всеlogo

Тебе Может Понравиться