menu-iconlogo
huatong
huatong
shabnur-jibone-ki-ar-chai-cover-image

Jibone Ki Ar Chai

Shabnurhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....huatong
Тексты
Записи
ছেলেঃ জীবনে কি আর চাই

তোমাকে যদি পাই

আমি তোমারি তুমি আমারি

চাওয়া পাওয়ার কিছু নাই

মেয়েঃ জীবনে কি আর চাই

তোমাকে যদি পাই

আমি তোমারি তুমি আমারি

চাওয়া পাওয়ার কিছু নাই

জীবনে কি আর চাই

ছেলেঃ যে প্রেম তোমায় দিয়েছি আমি

সোনার চেয়েও আরো দামি

মেয়েঃ চিরটি জীবন বুকেরই মাঝে

বন্ধু আমার থেকো তুমি

ছেলেঃ যে প্রেম তোমায় দিয়েছি আমি

সোনার চেয়েও আরো দামি

মেয়েঃ চিরটি জীবন বুকেরই মাঝে

বন্ধু আমার থেকো তুমি

ছেলেঃ জীবনে কি আর চাই

তোমাকে যদি পাই

মেয়েঃ আমি তোমারি তুমি আমারি

চাওয়া পাওয়ার কিছু নাই

জীবনে কি আর চাই

ছেলেঃ তোমাকে নিয়ে অনেক সুখে

এই জগতে বাঁধবো ঘর

মেয়েঃ এই জনমে আর জনমে

কখনো আমরা হবোনা পর

ছেলেঃ তোমাকে নিয়ে অনেক সুখে

এই জগতে বাঁধবো ঘর

মেয়েঃ এই জনমে আর জনমে

কখনো আমরা হবোনা পর

ছেলেঃ জীবনে কি আর চাই

তোমাকে যদি পাই

আমি তোমারি তুমি আমারি

চাওয়া পাওয়ার কিছু নাই

মেয়েঃ জীবনে কি আর চাই

তোমাকে যদি পাই

আমি তোমারি তুমি আমারি

চাওয়া পাওয়ার কিছু নাই

ছেলেঃ জীবনে কি আর চাই

তোমাকে যদি পাই

মেয়েঃ লালা লালা লা লা

লালা লালা লা লা

লালা লালা লা লা..

ছেলে/মেয়েঃ জীবনে কি আর চাই

Еще от Shabnur

Смотреть всеlogo

Тебе Может Понравиться