এই পথের দিকে চাইয়া থাকি কখন আসবে তুমি
মিষ্টি মুখের হাসি দেখে প্রান জুড়াবো আমি
একটা দিন না তোমার সাথে যদি দেখা হয়
তোমার লাগি কাইন্দা চোখে পানি কথা কয়
আমার যতো ইচ্ছেরা সব ডানা মেলে উড়ে
তোর কারণে আবেগ গুলো প্রতি রাইতে পুড়ে
আর হবে না তোরই সাথে কোনো দিনও কথা
আর হবে না তোরই সাথে প্রেমের লেনাদেনা
আমায় ছাইড়া যাইওনা এতো পাষান হইওনা
ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে না বাচবো না
আমায় ছাইড়া যাইওনা এতো পাষান হইওনা
ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে না বাচবো না
কথা ছিলো তোর আর আমার বাধবো সুখের ঘর
বিনিময়ে তোরে চাইয়া কষ্ট জনম ভর
একলা ছিলাম একলা জীবন সেই তো ছিলো ভালো
ভালো বাইসা তোরে জীবন হইলো এলোমেলো !
আর হবে না তোরই সাথে কোনো দিনো কথা
আর হবেনা তোরই সাথে প্রেমের লেনাদেনা
আমায় ছাইড়া যাইও না এতো পাষান হইও না
ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে বাচবো না
আমায় ছাইড়া যাইও না এতো পাষান হইও না
ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে বাচবো না
আমায় ছাইড়া যাইও না এতো পাষান হইও না
ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে বাচবো না