menu-iconlogo
huatong
huatong
shakib-khanmonir-khan--cover-image

মনটা সবাই দিতে পারে

Shakib Khan/Monir Khanhuatong
Тексты
Записи
মনটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

মনটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

ও ভালোবাসার চেয়ে বড়,

কিছু আছে কিনা

জানিনা জানিনা আমি তা জানিনা

ভালোবাসার চেয়ে বড়,

কিছু আছে কিনা

জানিনা জানিনা আমি তা জানিনা

তোমাকেই শুধু জানি,

তোমাকে আপন মানি

বেঁচে আছি তুমি আছো তাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও আবারও এই পৃথিবীতে,

যদি ফিরে আসি

আবারও এই পৃথিবীতে,

যদি ফিরে আসি

তখনও তোমাকেই জেনো ভালোবাসি

শত দুঃখে শত সুখে,

তুমি শুধু থেকো বুকে

মরনেও জেনো সাথে পাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

মনটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

Еще от Shakib Khan/Monir Khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться