menu-iconlogo
huatong
huatong
avatar

ভাই আর বোন

Shakib khanhuatong
penny38_1999huatong
Тексты
Записи

ভাইঃ ভাই আর বোন কত আদরের এই বাধন

ভাই আর বোন কত আদরের এই বাধন

এই বাধন এমনি আপন

মমতায় ভিজে যায় চোখেরি কোণ

ভাই আর বোন কত আদরের এই বাধন

এই বাধন এমনি আপন

মমতায় ভিজে যায় চোখেরি কোণ

বোনঃ ভাই আর বোন কত আদরের এই বাধন

ভাইঃ বোনেরি মুখে দেখি মায়েরি মুখ

বুক ভাংগা স্নেহে যেনো ভেংগে যায় বুক

বোনেরি মুখে দেখি মায়েরি মুখ

বুক ভাংগা স্নেহে যেনো ভেংগে যায় বুক

বোনঃ বাবার ছবি ভাসে এ দুটি চোখে

ভাই হয়ে উঠে যেন বাবার মতন

ভাই আর বোন কত আদরের এই বাধন

বোনঃ দুহাতে বুকের মাঝে আগলে রেখে

ছায়া হয়ে থাকে ভাই,হাসি মুখে

দুহাতে বুকের মাঝে আগলে রেখে

ছায়া হয়ে থাকে ভাই,হাসি মুখে

ভাইঃ জীবন দিয়েই চাই বোনেরি সুখ

যদি না দেখি ওকে হয়রে মরণ

ভাই বোনঃ ভাই আর বোন কত আদরের এই বাধন

এই বাধন এমনি আপন

মমতায় ভিজে যায় চোখেরি কোণ

ভাই আর বোন কত আদরের এই বাধন

Еще от Shakib khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться

ভাই আর বোন от Shakib khan - Тексты & Каверы