menu-iconlogo
huatong
huatong
shakti-thakur-niyati-kokhon-khele-track-by-somenath-chattaraj-cover-image

Niyati Kokhon Khele track by SOMENATH CHATTARAJ

Shakti Thakurhuatong
💦🤟SOMENATH🤟💦🌹💜🅼🎸🅾🎸🅹huatong
Тексты
Записи
**ছায়াছবি - বিষবৃক্ষ

**গীতিকার - শিবদাস বন্দ্যোপাধ্যায়

**সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়

**শিল্পী - শক্তি ঠাকুর

নিয়তি কখন খেলে কোন খেলা

সেই খেলাতে খেলছে মানুষ

সকাল দুপুর সাঁঝবেলা

নিয়তি কখন খেলে কোন খেলা

সেই খেলাতে খেলছে মানুষ

সকাল দুপুর সাঁঝবেলা

**ট্র্যাকটি আপনাদের সেবায় নিবেদন সোমনাথ চট্টরাজ এর, আই ডি-62014115690

মনে লোভের লাগলে ছোঁয়াচ

হিরে ফেলে নেয় তুলে কাঁচ

মনে লোভের লাগলে ছোঁয়াচ

হিরে ফেলে নেয় তুলে কাঁচ

মুঠি ভরে ধরলে সোনা

হয়ে যায় মাটির ঢেলা

নিয়তি কখন খেলে কোন খেলা

**ট্র্যাকটি আপনাদের সেবায় নিবেদন সোমনাথ চট্টরাজ এর, আই ডি-62014115690

মানুষের মন না মতি

কেউ বোঝে না তার প্রকৃতি

মানুষের মন না মতি

কেউ বোঝে না তার প্রকৃতি

উজানে মন যাচ্ছে ভেবে

ভাটির টানে চলে ভেলা

মনের ঘরে চুরি করে

নিজেই বেড়ায় বেড়ি পরে

মনের ঘরে চুরি করে

নিজেই বেড়ায় বেড়ি পরে

আসল ভেবে নকল নিয়ে

নিজেই বাধায় ঝুট ঝামেলা

নিয়তি কখন খেলে কোন খেলা

সেই খেলাতে খেলছে মানুষ

সকাল দুপুর সাঁঝবেলা

Еще от Shakti Thakur

Смотреть всеlogo

Тебе Может Понравиться