menu-iconlogo
huatong
huatong
avatar

কেনো_আজকাল_সন্ধেসকাল_Ҫяυѕн⚔Ҝιиg✨📸ꪜꪑ᭙

Shamimhuatong
Ҫяυѕн⚔Ҝιиg✨📸ꪜꪑ᭙huatong
Тексты
Записи
✫ℓуяι¢ѕ α∂∂є∂:Ҫяυѕн⚔Ҝιиg✨?ꪜꪑ᭙

fαмιℓу ι∂ иσ:③④①①①③

কেন আজকাল - সন্ধ্যে সকাল,

আসছে মনে শুধুই, তোমারই খেয়াল।

কেন আজকাল - সন্ধ্যে সকাল,

আসছে মনে শুধুই, তোমারই খেয়াল।

বেহিসেবি স্বপ্নগুলো, দিয়েছে উড়াল,

নিজের কাছেই নিজে, হয়েছি আড়াল।

কেন আজকাল - সন্ধ্যে সকাল,

আসছে মনে শুধুই, তোমারই খেয়াল।

কেন আজকাল - সন্ধ্যে সকাল,

আসছে মনে শুধুই, তোমারই খেয়াল।

"*•.¸(*•.¸♥¸.•*´)¸.•*´

♥«´¨`•°..[кαуαиαт]..°•´¨`»♥

.¸.•*(¸.•*´♥`*•.¸)`*•."

ও... উড়ে গেছে ঘুম,স্বপ্ন নিঝুম,

মিশে গেছে তোমার পথে,

বিবাগী এ মন, বলে সারাখন,

চাই শুধু তোমার হতে ।

বেসামাল ভাবনাগুলো, দিয়েছে উড়াল,

নিজের কাছেই নিজে, হয়েছি আড়াল।

কেন আজকাল - সন্ধ্যে সকাল,

আসছে মনে শুধুই, তোমারই খেয়াল।

"*•.¸(*•.¸♥¸.•*´)¸.•*´

♥«´¨`•°..[кαуαиαт]..°•´¨`»♥

.¸.•*(¸.•*´♥`*•.¸)`*•

হো.. কাটে না এ ঘোর,

তোমাতে বিভোর,

ছুঁয়ে ছুঁয়ে যাও দিনে রাতে,

বুঝেছি আমি জীবন আমার,

সাজানো যে তোমার সাথে।

বেপরোয়া ইচ্ছে গুলো, দিয়েছে উড়াল,

নিজের কাছেই নিজে, হয়েছি আড়াল।

কেন আজকাল - সন্ধ্যে সকাল,

আসছে মনে শুধুই, তোমারই খেয়াল।

কেন আজকাল - সন্ধ্যে সকাল,

আসছে মনে শুধুই, তোমারই খেয়াল।

●══◄ೋღ♥ღೋ►══●

][ সমাপ্ত ][

Еще от Shamim

Смотреть всеlogo

Тебе Может Понравиться