menu-iconlogo
huatong
huatong
avatar

tomar jonno তোমার জন্য

Shayan Chowdhury Arnobhuatong
eayonchilhuatong
Тексты
Записи

োমার জন্য নীলচে তারার একটুখানি আলো

ভোরের রং রাতে মিশে কালো..

কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো।

োমার জন্য নীলচে তারার একটুখানি আলো

ভোরের রং রাতে মিশে কালো..

কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা..

মনকে শুধু পাগল করে ফেলে।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা ।

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা ।

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।

একমুঠো রোদ আকাশ ভরা তারা

ভেজা মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে।

Еще от Shayan Chowdhury Arnob

Смотреть всеlogo

Тебе Может Понравиться