menu-iconlogo
logo

Esho Hey | Ek Je Chhilo Raja

logo
Тексты

female part 1

male part 2

️ ️ ️ ️ ️ ️ ️ ️

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।

ঝনক ঝংকারে, উড়ায় সঙ্কারে

খুলেছে দুয়ার;

দেরি নাহি আর ।

এসো হে স্বয়ম্বর এসো

এসো সুন্দর এসো হে

সমারোহে এসো হে পরমতর

সুন্দর এসো হে

যে রূপে আকাশ তটে

চাঁদেরই আলো

যে রূপে আকাশ তটে

চাঁদেরই আলো

যে রূপে ললাট সখী

সিন্দুরে সাজালো, সিন্দুরে

সে রূপে aaaaaaaa

সে রূপে

এসো হে যুগন্ধর,

সুন্দর এসো হে

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।

যে পথে সকাল সাঁঝে

ফুলেরও সুবাস

যে পথে সকাল সাঁঝে

ফুলেরও সুবাস

যে পথে বিরহ মিছিল

তিমিরই, তিমিরই অবকাল

সে পথ হয়ে

oooসে পথ হয়ে

এসো হে মনোহর, সুন্দর

এসো সুন্দর, এসো হে

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।।

Esho Hey | Ek Je Chhilo Raja от Shreya Ghoshal/Ishan Mitra - Тексты & Каверы