menu-iconlogo
logo

Hangsha Pakha Diye Klanta

logo
Тексты
Track By – Rana. Id - 13307558757

হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তিরে

নাম টি তোমার লিখে জাই

আহা তুমি তো আমার কাছে নাই

তুমি নাই তাই

হংস পাখা দিয়ে নাম টি তোমার লিখে

হংস পাখা দিয়ে নাম টি তোমার লিখে

Track By – Rana. Id - 13307558757

উধাও ছায়া পথে

বাউরি আমার মন

তোমাকে যে খুজে খুজে সারা

আমি যে অবাক এক তারা

সারা রাত সারা ক্ষণ

মনি দীপ জালি তাই .......

হংস পাখা দিয়ে নাম টি তোমার লিখে

হংস পাখা দিয়ে নাম টি তোমার লিখে

Track By – Rana. Id - 13307558757

হংস পাখা দিয়ে রাতের প্রতিক্ষায়

প্রহর ভারাই আমি

প্রহর ভরাই লিখে লিখে

অথই আধার দিকে দিকে

রিক্ত হৃদয় জুরে নিত্যনুপুর সুনি

নিদ্রাহারা এই রাতে

আমি যে কাঁদি বেদনাতে

অপুরুপ অকারনে আঘাত কেন পাই .......

হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তিরে

নাম টি তোমার লিখে জাই

আহা তুমি তো আমার কাছে নাই

তুমি নাই তাই

হংস পাখা দিয়ে নাম টি তোমার লিখে

হংস পাখা দিয়ে নাম টি তোমার লিখে।

Track By – Rana. Id - 13307558757

Thanka

Hangsha Pakha Diye Klanta от Shyamal Mitra - Тексты & Каверы