menu-iconlogo
huatong
huatong
avatar

জীবনে ভালবেসে করেছি ভুল

SI Tutulhuatong
doobious1huatong
Тексты
Записи
করেছি ভূল আমি

প্রথম দেখায় ভালবেসে

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

কণ্ঠশিল্পী:এস আই টুটুল

ও...ও...ও. হো.. হো..হো

ও. হো..হো.ও..ও....

ও. হো..ও. হো..ও.হো.ও

জীবনে ভালবেসে করেছি ভূল

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

ও,জীবনে ভালবেসে করেছি ভূল

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

সেই ভুলেরি কারনে আমি

সেই ভুলেরি কারনে আমি

দিয়েছি হাজারও মাসুল....

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল..

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

প্লিজ!কেউ কপি করবেন না।

ভালো হতে পয়সা লাগেনা

ভালো হতে হলে সুন্দর এটা মন চাই

এসো সবে মিলে বন্ধু হয়ে যাই

কত ভাল ছিল একাকি সেই মন

কেন জাগালে প্রেম হৃদয়ে তখন

ও..দেখে আজ ই সুন্দর আয়োজন

বুকটা ভেঙ্গে চুড়ে হয় রক্ত খরন

না চিনে ঐ′রূপ দিয়েছি প্রেমে ডুব

না চিনে ঐ′রূপ দিয়েছি প্রেমে ডুব

এখন হাড়িয়েছি দুকূল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

ও...ও...ও. হো.. হো...

ও.ও. হো..হো..হো..হো..

আকাশের কান্না বৃষ্টি হয়ে পড়ে

হৃদয়ের কান্না নিরবে ঝড়ে

হো কারো কাছে প্রেম পুতুলের খেলনা

আমি বলি প্রেম স্বর্গেরী ঠিকানা

ভাবিনি খকনও আমার এ প্রেম সে

ভাবিনি খকনও আমার এ প্রেম সে

বানাবে খেলারি পুতুল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল..

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

সেই ভুলেরি কারনে আমি

সেই ভুলেরি কারনে আমি

দিয়েছি হাজারো মাসুল....

বুঝিনি পাথরে ফুটবে না ফুল

জীবনে ভালবেসে করেছি ভূল...

বুঝিনি পাথরে ফুটবে না ফুল..

Еще от SI Tutul

Смотреть всеlogo

Тебе Может Понравиться