menu-iconlogo
huatong
huatong
avatar

আইলো উমা বাড়িতে | AILO UMA BARITE | সবুজ মনের উমা বরন... Antara/Monami

SMA's Music Library...huatong
সবুজ_মন_SMA🎼🌱huatong
Тексты
Записи
সবুজ মনের উমা বরন...

(হেই লো গিরি, শোন লো খবর

হেই লো গিরি, শোন লো খবর

হেই লো গিরি, শোন লো খবর...

হেই লো গিরি, শোন লো খবর

হেই লো গিরি, শোন লো খবর

হেই লো গিরি, শোন লো খবর...)

হেই লো গিরি,... শোন লো খবর

কইলো নারদমুনিতে,

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

হেই লো গিরি...., শোন লো খবর

হেই লো গিরি...., শোন লো খবর

কইলো নারদমুনিতে,

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

(আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।)

গৌরীর আশে পথের পাশে

দোলে কাশের ফুল,

হইলো বাতাস শিউলি ফুলের

গন্ধেতে আকুল,

গৌরীর আশে পথের পাশে

দোলে কাশের ফুল,

হইলো বাতাস শিউলি ফুলের

গন্ধেতে আকুল,

ফুলের বরণ গৌরী আসে

আশার জুরিগাড়িতে―

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

হেই লো গিরি.....শোন লো খবর

কইলো নারদমুনিতে,

(আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।)

কারাওকে ট্র‍্যাক আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

ষষ্ঠীতে হয় বোধন উমার,

সপ্তমী স্নান নয় পাতায়,

অষ্টমীতে অঞ্জলি...

আর নবমী যায় রাত জাগায়।

সাজ লো সখী আজ লো সকল

লাল-সাদা রং শাড়িতে―

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

হেই লো গিরি..শোন লো খবর,

কইলো নারদমুনিতে,

(আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।)

দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন,

পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ?

বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের,

বলে যায়, আসছে বছর আবার হবে ফের....

(বলো দূর্গা মাই কি.. জয়)

আর কটা দিন থাক লো উমা

বাংলা জোড়া বাড়িতে―

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

হেই লো গিরি, শোন লো খবর

কইলো নারদমুনিতে,

(আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।

আইলো আমার প্রাণ লো আবার

আইলো উমা বাড়িতে।)

চায় দেখিতে প্রাণ লো এবার........

রইল উমা বাড়িতে।

Еще от SMA's Music Library...

Смотреть всеlogo

Тебе Может Понравиться