menu-iconlogo
huatong
huatong
avatar

Tara Tori Legeche Ghate. রামপ্রসাদী। 🌺 তারা তরী লেগেছে ঘাটে,ইন্দ্রনীল,সবুজ মনের শ্যামা বরন.....

SMA's Music Library..huatong
Toton_SMA🎼🌱huatong
Тексты
Записи
Tara Tori Legeche Ghate. রামপ্রসাদী। তারা তরী লেগেছে ঘাটে।

সবুজ মনের শ্যামা বরন.....

তারা তরী লেগেছে ঘাটে...

তারা তরী লেগেছে ঘাটে

তারা তরী লেগেছে ঘাটে...

তারা তরী লেগেছে ঘাটে

পারে যদি যাবি রে মন

পারে যদি যাবি রে মন, আয়রে ছুটে ॥

তারা তরী লেগেছে ঘাটে।

তারা তরী লেগেছে ঘাটে...

তারা তরী লেগেছে ঘাটে

সৃষ্টি : কবিরঞ্জন রামপ্রসাদ সেন।

সঙ্গীত পরিচালনা : দেবজিৎ রায়।

কন্ঠ :ইন্দ্রনীল দত্ত।

তারা নামে পাল খাটায়ে

তরী চলো বেয়ে ;.....

তারা নামে পাল খাটায়ে

ত্বরায় তরী চলো বেয়ে ;

যদি পারে যাবি দুখ মিটাবি,

পারে যাবি দুখ মিটাবি,

গিরা দে রে কেটে ॥

মনের গিরা দে রে কেটে ॥

তারা তরী লেগেছে ঘাটে

তারা তরী লেগেছে ঘাটে

কারাওকে ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী..

বেলা গেল, সন্ধ্যা হল,

কী করবে আর ভবের হাটে.....

ভবের বেলা গেল, সন্ধ্যা হল,

কী করবে আর ভবের হাটে....

বাজারে বাজার করো মন,

বাজারে বাজার করো মন,....

মিছে কেন বেড়াও ছুটে ।।

তরী লেগেছে ঘাটে

তারা তরী লেগেছে ঘাটে

তারা তরী লেগেছে ঘাটে

জয় মা তারা....

সবার মংগল করো মা...

শ্রীরামপ্রসাদ বলে,

বাঁধো রে বুক এঁটে....

শ্রীরামপ্রসাদ বলে,

বাঁধো রে বুক এঁটে

বাঁধো রে বুক এঁটেসেঁটে

তারা তরী লেগেছে ঘাটে

তারা তরী লেগেছে ঘাটে

তারা তরী লেগেছে ঘাটে

তারা তরী লেগেছে ঘাটে

Еще от SMA's Music Library..

Смотреть всеlogo

Тебе Может Понравиться