menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobasar Palkikhana

Snigdha Sarkarhuatong
natery911huatong
Тексты
Записи
ভালোবাসার পালকিখানা মাঝ রাস্তাতে রেখে গেলি

ভালোবাসার ভেলকিবাজি এই জীবনে দেখিয়ে গেলি

ভালোবাসার পালকিখানা মাঝ রাস্তাতে রেখে গেলি

ভালোবাসার ভেলকিবাজি এই জীবনে দেখিয়ে গেলি

তোকে রেখে দেবো মনে, সবই ভাববো প্রতিক্ষণে

কত কিছু লিখিয়ে যে দিলি

তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?

যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?

তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?

যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?

রাতে রাত জাগা পাখি হয়ে ঘুরে আমার প্রশ্নগুলো

শান্ত বুকের নিচে কুরে কুরে খায় মন, স্বাক্ষী পাজরগুলো

ও, রাতে রাত জাগা পাখি হয়ে ঘুরে আমার প্রশ্নগুলো

শান্ত বুকের নিচে কুরে কুরে খায় মন, স্বাক্ষী পাজরগুলো

তোর ভালো থাকা গুনে পারি আমিও নিতে কিনে

যতটুকু ছিনিয়ে যে নিলি

তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?

যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?

তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?

যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?

এক সাথে থাকা সব করে ফাঁকা দিলি তুই একলা করে

শান্ত বুকের নিচে জমে থাকা রক্ত ঝর্ণার মতন ঝরে

ও, এক সাথে থাকা সব করে ফাঁকা দিলি তুই একলা করে

শান্ত বুকের নিচে জমে থাকা রক্ত ঝর্ণার মতন ঝরে

তোর সব স্বপ্ন জুড়ে হয় দুঃস্বপ্ন ভোরে

ফেরাতে যে দিয়ে গিয়েছিলি

তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?

যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?

তবু প্রশ্নগুলো রবে, তুই কি ভালোবেসেছিলি?

যদি ভালোবেসেছিলি, কেন একলা রেখে গেলি?

Еще от Snigdha Sarkar

Смотреть всеlogo

Тебе Может Понравиться