menu-iconlogo
huatong
huatong
avatar

Onno Groher Caad T Sᕼᓰᗷᗷᓰᖇ🏳️

Sohan Alihuatong
Sᕼᓰᗷᗷᓰᖇ🏳️huatong
Тексты
Записи
Onno Groher Chad T Sᕼᓰᗷᗷᓰᖇ?️

Sohan Ali

Sᕼᓰᗷᗷᓰᖇ?️

SM ID-62089159292

Music.....

Ready?.....

11 তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্দুরে চোখ

17 আমি কি আর দেবো বলো, তোমার শুধুই ভালো হোক

23 তোমার ভোলা ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়

29 তুমি চলতি ট্রেনের হাওয়া ,আমি কাঁপি থরথর ......

35 তোমার নানান বাহানায় ,আমার জায়গা টা কোথায়

41 আমি কি এক ঘোরে থাকি ,ছিলো কত কথা বাকি

47 তোমার গোপন সবই রয় , আমার আপন মনে হয়

53 আমি ভোরের ঝরা পাতা ,আমার মরার কিসের ভয়

Music.....

Ready?.....

1.02 তোমার নরম কাতর হাত, আমার দিনের মতো রাত

1.08 তুমি ঝিনুক কুড়াও যদি, আমি হবো শান্ত নদী

1.14 আমার আসার সময় হলে, তুমি হাত ফসকে গেলে

1.20 তোমার যাওয়ার পায়তারা, আমি হই যে দিশেহারা .....

1.26 তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ

1.32 তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জোছনা

1.38 তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়

1.44 আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়

1.50 তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ

1.56 তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জোছনা

2.02 তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়

2.08 আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়

Music.....

Humming.....

Music.....

End.....

Еще от Sohan Ali

Смотреть всеlogo

Тебе Может Понравиться