menu-iconlogo
huatong
huatong
somlata-acharyya-chowdhury-tomar-khola-hawa-cover-image

Tomar Khola Hawa

Somlata Acharyya Chowdhuryhuatong
komitata7huatong
Тексты
Записи

তোমার খোলা হাওয়া

লাগিয়ে পালে...

তোমার খোলা হাওয়া

লাগিয়ে পালে...

তোমার খোলা হাওয়া

টুকরো করে কাছি

আমি ডুবতে রাজি আছি

আমি ডুবতে রাজি আছি ।।

তোমার খোলা হাওয়া

লাগিয়ে পালে...

তোমার খোলা হাওয়া

সকাল আমার গেল মিছে,

বিকেল যে যায় তারই পিছে গো

সকাল আমার গেল মিছে,

বিকেল যে যায় তারই পিছে গো

রেখো না আর,বেঁধো না আর

কুলের কাছাকাছি ।।

আমি ডুবতে রাজি আছি

আমি ডুবতে রাজি আছি ।।

তোমার খোলা হাওয়া

লাগিয়ে পালে...

তোমার খোলা হাওয়া..

মাঝির লাগি আছি জাগি

সকল রাত্রিবেলা,

ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ।

মাঝির লাগি আছি জাগি

সকল রাত্রিবেলা,

ঢেউগুলো যে আমায় নিয়ে

করে কেবল খেলা ।

ঝড়কে আমি করব মিতে,

ডরব না তার ভ্রুকুটিতে

ঝড়কে আমি করব মিতে,

ডরব না তার ভ্রুকুটিতে

দাও ছেড়ে দাও, ওগো আমি

তুফান পেলে বাঁচি ।।

আমি ডুবতে রাজি আছি

আমি ডুবতে রাজি আছি ।।

তোমার খোলা হাওয়া

লাগিয়ে পালে...

তোমার খোলা হাওয়া..

লাগিয়ে পালে...

তোমার খোলা হাওয়া

Еще от Somlata Acharyya Chowdhury

Смотреть всеlogo

Тебе Может Понравиться