চায়ের কাপে
ব্যান্ড : সোলস
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে
গীতিকারঃ শহীদ মাহমুদ জঙ্গি
বছরঃ ১৯৯৫
শুধু বাংলা ব্যান্ড এর গান পেতে ফলো
করুন : " BdBands Lover "
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হল আবার
শান্তিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
চল না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হল আবার
শান্তিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
শুধু বাংলা ব্যান্ড এর গান পেতে ফলো
করুন : " BdBands Lover "
জান তো দুবেলা আহার
জোটেনা ওদের
কবিতা বিমুরত হয়
অভাবীর ছায়ায়
কিছু করার এই তো সময়
দিন চলে যায়
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
চল না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হল আবার
শান্তিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
শুধু বাংলা ব্যান্ড এর গান পেতে ফলো
করুন : " BdBands Lover "
আমরা দুজনে এখন
ওদেরই ভাষায়
সাহসী সব ছবি আঁকি
সুখেরই আশায়
কিছু করার এইতো সময়
দিন চলে যায়
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
চল না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হল আবার
শান্তিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
মন যদি কাঁদে ওদেরই তরে
জনস্রোতে চল না
চল না
চায়ের কাপে পরিচয় তোমার সাথে
পথে দেখা হল আবার
শান্তিতে হাত রেখে কিশোর ছেলে
ডাক দেয় সাথী হবার