menu-iconlogo
huatong
huatong
avatar

Chokhe chokhe katha balo

S.pathakhuatong
yvonnewanghuatong
Тексты
Записи
চোখে চোখে ,কথা বলো

মুখে কিছু বলোনা

মন নিয়ে, খেলা করো

এ কী ছলনা

চোখে চোখে হা কথা বলো

মুখে কিছু বলোনা

মন নিয়ে হা খেলা করো

এ কি ছলনা

***********

ঘুরে এসে, যাও দূরে

যাওয়া তবু হয়না

ফুলে কাঁটা, সয় যদি

মনে কেন সয়না

ও ... ঘুরে এসে, যাও দুরে

যাওয়া তবু হয়না

ফুলে কাঁটা, সয় যদি

মনে কেন সয়না

মরীচিকা, হয়ে জ্বলো

তারা হয়ে, জ্বলো না

হায় রে

চোখে চোখে, কথা বলো

মুখে কিছু বলোনা

হায় রে

মন নিয়ে ,খেলা করো

এ কী ছলনা

**********

লালালা লা লা লা লা

হুম হুম হুম হুম হুম হুম

হায় না না, হায় না গো

একি ছলনা

ভুলে থাকা, যেত যদি

ভালো হত, হায় গো

চাও কী গো, ভরা নদী

মরু হয়ে ,যায় গো

ভুলে থাকা ,যেত যদি

ভালো হত, হয় গো

চাও কি গো ,ভরা নদী

মরু হয়ে, যায় গো

সাগরেরও, পথ টারে

ডেকে নিয়ে চলো না

হায় রে

চোখে চোখে, কথা বলো

মুখে কিছু বলোনা

মন নিয়ে হা, খেলা করো

এ কী ছলনা

লা লা লা লা লা

লা লা লা লা লা

লা লা লা লা লা

Еще от S.pathak

Смотреть всеlogo

Тебе Может Понравиться