menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Udashi Hawar Pothe

Srabani Senhuatong
simbahooskerhuatong
Тексты
Записи
এই উদাসী হাওয়ার পথে পথে

মুকুলগুলি ঝরে

আমি কুড়িয়ে নিয়েছি,

তোমার চরণে দিয়েছি

লহো লহো করুণ করে।।

এই উদাসী হাওয়ার পথে পথে

মুকুলগুলি ঝরে

মিউজিক

যখন যাব চলে

ওরা ফুটবে তোমার কোলে,

যখন যাব চলে

ওরা ফুটবে তোমার কোলে,

তোমার মালা গাঁথার আঙুলগুলি

মধুর বেদনভরে

যেন আমায় স্মরণ করে।।

এই উদাসী হাওয়ার পথে পথে

মুকুলগুলি ঝরে

মিউজিক

বউ কথা কও তন্দ্রাহারা বিফল

ব্যথায় ডাক দিয়ে হয় সারা

আজি বিভোর রাতে

বউ কথা কও তন্দ্রাহারা বিফল

ব্যথায় ডাক দিয়ে হয় সারা

আজি বিভোর রাতে।

দুজনের কানাকানি কথা

দুজনের মিলনবিহ্বলতা,

দুজনের কানাকানি কথা

দুজনের মিলনবিহ্বলতা,

জ্যোৎস্না ধারায় যায় ভেসে

যায় দোলের পূর্ণিমাতে।

এই আভাসগুলি পড়বে মালায়

গাঁথা কালকে দিনের তরে

তোমার অলস দ্বিপ্রহরে।।

এই উদাসী হাওয়ার পথে পথে

মুকুলগুলি ঝরে

আমি কুড়িয়ে নিয়েছি,

তোমার চরণে দিয়েছি

লহো লহো করুণ করে।।

এই উদাসী হাওয়ার পথে পথে

মুকুলগুলি ঝরে

Еще от Srabani Sen

Смотреть всеlogo

Тебе Может Понравиться