menu-iconlogo
huatong
huatong
avatar

ওগো আবার নতুন করে

Srikanto Acharyahuatong
run4timehuatong
Тексты
Записи
ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না

Interlude

ঝরা মালা বুকে তুলে নিয়ে

স্মৃতির সুরভী ঢেলে দিয়ে

ঝরা মালা বুকে তুলে নিয়ে

স্মৃতির সুরভী ঢেলে দিয়ে

ফাগুনের গান মনে রেখো না

হারানো স্বপন চোখে একো না।

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না

আবার মাধবীলতা

বাতাসে চেয়ো না ওগো দোলাতে

আবার মাধবীলতা

বাতাসে চেয়ো না ওগো দোলাতে

যে ব্যাথা নিয়েছি মেনে

অকারণে এসো না তা ভোলাতে

যে আশা হয়েছে ওগো মিছে

শুধু আলেয়ার পিছে পিছে

যে আশা হয়েছে ওগো মিছে

শুধু আলেয়ার পিছে পিছে

সমব্যাথা দিয়ে তারে রেখো না

হারানো স্বপন চোখে একো না

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না

Еще от Srikanto Acharya

Смотреть всеlogo

Тебе Может Понравиться

ওগো আবার নতুন করে от Srikanto Acharya - Тексты & Каверы