ভালোবাসা ফিকে তবু,সম্পর্ক রয়ে যায়
বউ বউ পুতুলেরা সিঁথিতে সিঁদুর বয়
শাঁখ,উলু,সানাই তবু কেন সে নাই
অগ্নিসাক্ষী ছিলো,জ্বলে পুঁড়ে সব ছাই
বিয়ে যদি প্রজাপতি মন্ত্র উচ্চারণ
আলগা হয় কেন সাতপাঁক বন্ধন?
শুধু পুতুল শরীরে,আঁকিবুঁকি সিঁদুরে
ভেঙে চুরমার হয় পুতুলের সংসার
সে খেলাঘর,সে খেলাঘর সে খেলাঘর তোমার আমার
সারি সারি ইমারত আকাশ টা ছুঁতে চাই
হাজার ভিটের মাঝে ঘর যদি খুঁজে পাই
আলমারি সাজানো পাট ভাঙ্গ বেনারসি
বিয়ের টোপর চোর দুলার নাক ছাবি
সব কিছু পরিপাটি দশ বায় দশ ঘরে
দেয়ালে টানিয়ে রাখ তোমার আমার ছবি
ভালোবাসা বাসি হয়ে ঘরটা একলা রোয়
ঘরে নেয় তুমি আমি কাছা কাছি
সে খেলাঘর,সে খেলাঘর সে খেলাঘর তোমার আমার