menu-iconlogo
huatong
huatong
avatar

Berajaal

Stoic Blisshuatong
pettaway342pmhuatong
Тексты
Записи
লাখো মানুষের আজ দেখো কত হাহাকার

নিমিষেই হারানো বেঁচে থাকার অধিকার

তলিয়ে নিয়েছে কত ঘর বাড়ি নিঠুর সেই স্রোতে

আঁটকে বুকে কত কান্না নিয়তির এই ভবে

কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ

শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ

এখন আমরা সবাই আবার গড়ে তুলবো পৃথিবীকে নতুন করে

সাজিয়ে দেব স্রষ্টার আলোকে

অপরুপ এ প্রহর

চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি

হারিয়ে গেলে মেঘের আকাশে

শিশু ভাসছে অথৈ জ্বলে

তার পেটে ক্ষিধা প্রকট

তবু হাল ছাড়েনি সেই পাহারি মেয়ে

আঁটকে আছে বাঁশের নলিটা

করছে প্রার্থনাদ এই দুঃস্বপ্ন কবে শেষ হবে

কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ

শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ

কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ

শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ

Еще от Stoic Bliss

Смотреть всеlogo

Тебе Может Понравиться