menu-iconlogo
huatong
huatong
avatar

Raatri Jaga

Stoic Blisshuatong
oiyee555huatong
Тексты
Записи
পুর্নিমারই রাত্রি জাগা

চাঁদেরই সেই মিষ্টি আভা

ভুলো মনে চায় সে আজও তোমায়

ভোরেরই মৃদু হাওয়ায়

সে তোমায়

ভোরেরই বাতাসে তুমি

নীলিমায় সুর্যোদয়ে তুমি

দূরেরই সে গোধূলি বেলায়

পেতে চায় যে মন তোমায়

তুমি আমি একই এ পথে

ধূপছায়া রাতে হেঁটে যাই একই সাথে

সেই চোখেরই তারারই মাঝে

নীল জোছনায় চেয়ে থাকে তোমাতে

ও রাতেরই যত তারার মাঝে হারিয়ে যায়

দুজনে কোনো সে স্বপ্নলোকে

ভুলো মনে চায় সে আজও তোমায়

ভোরেরই মৃদু হাওয়ায়

কবিতায় লিখেছি তোমায়

মনেরই গভীরে গেঁথেছি তোমায়

আলো ভেবে দিল প্রভাত, বুকে রেখে হাত

ক্লান্ত প্রহরে রবো একই সাথ

ভালোবাসার এই মায়া জালে

জড়িয়ে নাও তুমি আমাকে

পুর্নিমারই রাত্রি জাগা

চাঁদেরই সেই মিষ্টি আভা

ভুলো মনে চায় সে আজও তোমায়

ভোরেরই মৃদু হাওয়ায়

ভোরেরই বাতাসে তুমি

নীলিমায় সুর্যোদয়ে তুমি

দূরেরই সে গোধূলি বেলায়

পেতে চায় যে মন তোমায়

Еще от Stoic Bliss

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Raatri Jaga от Stoic Bliss - Тексты & Каверы