লা লা লা লা... লা লা লা লা...
লা লা লা লা... লা লা লা লা...
সাথী এতো ভালোবাসা তুমি দিলে আমায়
তবু আরো যেন বেশি করে চায় মন তোমায়।
সাথী এতো ভালোবাসা তুমি দিলে আমায়
তবু আরো যেন বেশি করে চায় মন তোমায়
যত স্বপ্ন আছে, এই বুকের মাঝে,
সব সত্যি হয়েছে যে তোমার ছোঁয়ায়
সাথী এতো ভালোবাসা তুমি দিলে আমায়
তবু আরো যেন বেশি করে চায় মন তোমায়..।
আপনাদের ভালোলাগা আমার সার্থকতা
তোমায় পেয়ে এতো কাছে,
মন.. জুড়ে কত খুশি রং ছড়ালো
এই তো প্রথম, প্রেমের ছোঁয়ায়..
আনলে তুমি এ মনে আমার..
আজ কত ছবি আঁকি চোখের পাতায়
সাথী এতো ভালোবাসা তুমি দিলে আমায়
তবু আরো যেন বেশি করে চায় মন তোমায়..।
লা লা লা লা... লা লা লা লা...
হু.. হু.. হু.. হু...হু.. হু...।