menu-iconlogo
huatong
huatong
avatar

ছলছল নয়নে- অনুপ ঘোষাল

Subhohuatong
logout.huatong
Тексты
Записи
নজরুল সঙ্গীত

রাগঃ বাগেশ্রী

তালঃ কাহার্বা

কণ্ঠঃ অনুপ ঘোষাল

আপলোডঃ শুভ (এম.এম.এস পরিবার)

ছলছল নয়নে

মোর পানে চেয়ো না

ছলছল নয়নে

যাবে যাও

ও আঁখিতে জল ভরে যেও না

ছলছল নয়নে।।

মিউজিক...

থাকে ব্যথা থাক বুকে

যেও তুমি হাসি মুখে

থাকে ব্যথা থাক বুকে

যেও তুমি হাসি মুখে

--- --- ---

আমার চাঁদনী রাতি

ঘন মেঘে ছেয়ো না

ছলছল নয়নে

মোর পানে চেয়ো না

ছলছল নয়নে।।

মিউজিক...

রঙিন পেয়ালাতে

তব অশ্রু জল ঢালি

বিষাদ করো না

নেশার জীবন ভরা ব্যথা খালি।

ভুলিতে চাহি যে ব্যথা

এনো না সে কথা

ভুলিতে চাহি যে ব্যথা

এনো না সে কথা

--- --- ---

করুণ সুরে

বিদায় গীতি গেও না

ছলছল নয়নে

মোর পানে চেয়ো না

ছলছল নয়নে

যাবে যাও

ও আঁখিতে জল ভরে যেও না

ছলছল নয়নে

মোর পানে চেয়ো না।।

ধন্যবাদ।

Еще от Subho

Смотреть всеlogo

Тебе Может Понравиться

ছলছল নয়নে- অনুপ ঘোষাল от Subho - Тексты & Каверы