menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Raat Dake Oi Chad Dake

Subir Nandihuatong
Shahriar-Islamhuatong
Тексты
Записи
এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

শিল্পীঃ সুবীর নন্দী ও শাম্মী আক্তার

?‍ ছেলেঃ এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

হায় তুমি কোথায়...

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

হায় তুমি কোথায়

ভালোবাসার রঙে রঙে..

ভালোবাসার রঙে রঙে

আমি সাজাবো তোমায়..

তুমি কোথায়.....

তুমি কোথায়..তুমি কোথায়..

?‍ মেয়েঃ এমন করে ডাকো যদি..

এমন করে ডাকো যদি

আমার ঘরে থাকাই দায়..

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

আজ তোমায় আমায়,তোমায় আমায়..

?‍ ছেলেঃ ও...ও...ও...

তুমি সাথী হয়ে এলে

আমি নয়ন ভরে জীবন ভরে

রাখবো তোমায় আপন করে..

সুখে দুঃখে দেখবো তোমায়

প্রেমের প্রদীপ জ্বেলে..

?‍ মেয়েঃ আমি চির সাথী হয়ে এলাম

চিরদিনের আশায়..

চির সাথী হয়ে এলাম

চিরদিনের আশায়..

ছেলেঃ এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

হায় তুমি কোথায়,তুমি কোথায়..

?‍ মেয়েঃ ও...ও...ও ...

আমি থাকি বা না থাকি

তবু বাতাস হয়ে সুবাস হয়ে

তোমার কাছে আসবো বয়ে..

গানে গানে ডাকবো তোমায়

হয়ে গানের পাখি..

?‍ ছেলেঃ আমি বুকে বেঁধে রাখবো তোমায়

বুকের ভালবাসায়..

বুকে বেঁধে রাখবো তোমায়

বুকের ভালবাসায়...

?‍ মেয়েঃ এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

আজ তোমায় আমায়...

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

আজ তোমায় আমায়

ভালোবাসার রঙে রঙে..

?‍ ?‍ ছেলে+মেয়েঃ ভালোবাসার রঙে রঙে

আমি সাজাবো তোমায়

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে

আজ তোমায় আমায়..

তোমায় আমায়,তোমায় আমায়...

Еще от Subir Nandi

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Ei Raat Dake Oi Chad Dake от Subir Nandi - Тексты & Каверы