সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছো
সে শুধু পাতারই আওয়াজ
সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
হাওয়ারা হঠাত এসে জানাল
তুমি তো তুমি আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
হাওয়ারা হঠাত এসে জানাল
তুমি তো তুমি আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কী একাই থাকব
তবে কী আমার কেউ নেই
তবে কী একাই থাকব
তবে কী আমার কেউ নেই
সারাদিন যেমন কেটেছে
তেমনি কি যাবে গো সাঝ
সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
হল না আমার কোন কাজ
হল না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে