menu-iconlogo
huatong
huatong
avatar

Khokon Sona Boli Shono

Sultana Yeasmin Lailahuatong
༄❥⃝𖤓M.MOIN❥⃝♻️🅱🆂🅰♻️huatong
Тексты
Записи
বাংলা সঙ্গীত একাডেমী...

খোকন সোনা বলি শোনো...

থাকবে না আর দুঃখ কোনো

মানুষ যদি হতে পারো...

Music

খোকন সোনা বলি শোনো...

থাকবে না আর দুঃখ কোনো

মানুষ যদি হতে পারো...

এই কথাটি মনে রেখো

দুখী জনের সহায় থেকো,

এই কথাটি মনে রেখো

দুখী জনের সহায় থেকো,

কারো মনে আঘাত দিলে

নিজেই ব্যথা পাবে আরো,

খোকন সোনা বলি শোনো...

সত্যকথা সদাই বোলো,

সঠিক পথে এগিয়ে চলো,

সত্যকথা সদাই বোলো,

সঠিক পথে এগিয়ে চলো,

লোভেই পাপ,পাপেই মরণ,

সকল কাজে স্মরণ করো,

খোকন সোনা বলি শোনো...

থাকবে না আর দুঃখ কোনো

মানুষ যদি হতে পারো...

লেখাপড়া শিখতে হবে,

তবেই বড় বলবে সবে,

লেখাপড়া শিখতে হবে,

তবেই বড় বলবে সবে,

বিপদ যদি আসে কভু ,

সাহস নিয়ে ধৈর্য্য ধরো,

আমার দোয়া সাথেই রবে,

যেথায় থাকো যেমন ভাবে,

নিজের জীবন নিজেই গোড়ো...

খোকন সোনা বলি শোনো...

থাকবে না আর দুঃখ কোনো

মানুষ যদি হতে পারো...

Еще от Sultana Yeasmin Laila

Смотреть всеlogo

Тебе Может Понравиться