menu-iconlogo
huatong
huatong
avatar

কাঁদিবে পরাণ | Kadibe Poran

Sumi Mirzahuatong
shihtzus3huatong
Тексты
Записи
ভালোবাসি বলে বন্ধু করে দিলি অপমান

ভালোবাসি বলে বন্ধু করে দিলি অপমান

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান গো

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান

ভালোবাসি বলে বন্ধু করে দিলি অপমান

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান গো

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান

কাদিতে পারিনা বন্ধু, চোখে নাইরে পানি

যে দুঃখ দিয়াছো আমায় আমি শুধু জানি

ও কাদিতে পারিনা বন্ধু, চোখে নাইরে পানি

যে দুঃখ দিয়াছো আমায় আমি শুধু জানি

একটু খানিক ভেবে দেখো

এই কি প্রেমের প্রতিদান

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান গো

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান গো

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান

যে যাহারে ভালোবাসে, কাঁদালি রে এত

তাহলে কি কেঁদে কেঁদে জীবন হবে এগত

ও যে যাহারে ভালোবাসে কাঁদালি রে এত

তাহলে কি কেঁদে কেঁদে জীবন হবে এগত

কাঁদাইলে কাঁদিতে হবে

জেনে নাও শাস্ত্র বিধান

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান গো

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান

বুঝি বাউন দূরে তুমি, বুঝিবা একদিন

মাহবুবা তোমার সামনে গাইবেনা যে দিন

ও বুঝি বাউন দূরে তুমি বুঝিবা একদিন

মাহবুবা তোমার সামনে গাইবেনা যে দিন

সুখে দুখে থাকবে আপন করেছিলে অঙ্গীকার

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান গো

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান গো

আমার জন্য তোমার একদিন কাঁদিবে পরান

Еще от Sumi Mirza

Смотреть всеlogo

Тебе Может Понравиться