menu-iconlogo
huatong
huatong
surojit-chatterjee-faguner-mohonay-cover-image

Faguner Mohonay ফাগুনের মোহনায়

Surojit Chatterjeehuatong
mondmatthuatong
Тексты
Записи
ফাগুনের মোহনায়

ব্যান্ডঃ ভূমি

ফাগুনের মোহনায়

ফাগুনের মোহনায়

মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনের মোহনায়

মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনের মোহনায়

Wait

ও.. মোর মন হারিয়ে যায়

মোর মন হারিয়ে যায়,

কন্যেরে তোর ভাবনা

ঝিলমিলিয়ে যায়রে,

ঝিলমিলিয়ে যায়

ও.. মোর মন হারিয়ে যায়

মোর মন হারিয়ে যায়,

কন্যেরে তোর ভাবনা

ঝিলমিলিয়ে যায়রে

ঝিলমিলিয়ে যায়

কোন অচেনা দেশান্তরে

তোর সাথে এই তেপান্তরে

মোর মনের প্রজাপতি

নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়

মন হারানোর ঠিকানায়

ফাগুনের মোহনায়

মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়.

Music

CFS

প্রেম রাঙ্গা মোর কবিতা, সূরের অন্তরে

ঝির ঝিরি ঝর্না ধারায়,নতুন রঙ ঝরে

প্রেম রাঙ্গা মোর কবিতা,সূরের অন্তরে

ঝির ঝিরি ঝর্না ধারায়,নতুন রঙ ঝরে

সবুজে সবুজে.. হৃদয় কেমন করে

সবুজে সবুজে.. হৃদয় কেমন করে

ও... মোর দিন উড়িয়া যায়রে,

দিন উড়িয়া যায়

কন্যেরে তোর ভাবনা

গুনগুনিয়ে যায়রে,

গুনগুনিয়ে যায়

ও...মোর দিন উড়িয়া যায়রে,

দিন উড়িয়া যায়

কন্যেরে তোর ভাবনা

গুনগুনিয়ে যায়রে,

গুনগুনিয়ে যায়...

তোর স্বপ্নের ভ্রমরি,

মোর প্রেমেরই প্রহরী

তোর স্বপ্নের ভ্রমরি,

মোর প্রেমেরই প্রহরী

হৃদয়েরও বাগিচায়

নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়

মন হারানোর ঠিকানায়

ফাগুনের মোহনায়

মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনের মোহনায়

মন মাতানো মহুয়ায়

রঙ্গীন এ বিহুর নেশা

কোন আকাশে নিয়ে যায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনেরও মোহনায়

ফাগুনেরও মোহনায়...

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Еще от Surojit Chatterjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться