menu-iconlogo
huatong
huatong
syed-abdul-hadi-ei-prithibir-pantho-shalay-cover-image

Ei prithibir Pantho shalay

Syed Abdul Hadihuatong
missmnbhuatong
Тексты
Записи
এই পৃথিবীর পান্থশালায়

কেহ আসে কেহ যায়

হাই গো ,,কেহ আসে কেহ যায়

কান্না হাসির বন্যা মিলায়

নিথর নিরবতায়

হায় ,,হায় গো

কেহ আসে কেহ যায়

হায় গো ,,কেহ আসে কেহ যায়।

কত আশা নিয়ে আসি এই ভবে

সবকিছু রেখে চলে যেতে হবে

কত আশা নিয়ে আসি এই ভবে

সবকিছু রেখে চলে যেতে হবে

কেহ কারো পানে ফিরিয়া না চায়

হায় ,হায় গো কেহ আসে কেহ যায়

হায় গো কেহ আসে কেহ যায়।

কেহ কাঁদে হারায়ে বুকেরি রতন

কেউ করে হায় হায় মলিন বদন

কেহ কাঁদে হারায় বুকেরি রতন

কেউ করে হায় হায় মলিল

বদন

সুন্দর সৃষ্টি বিধির বিধান

কালের স্রোতে যখন মারবে টান

সুন্দর সৃষ্টি বিধির বিধান

কালের স্রোতে যখন মারবে টান

দুদিনের খেলাঘর ভাঙিয়া যে যায় হায়

হ্যায়,,হায় গো কেহ আসে কেহ যায়

হায় গো কেহ আসে কেহ যায়।

এই পৃথিবীর পান্থশালায়

কেহ আসে কেহ যায়

হাই হাই গো কেউ আসে কেউ যাই

কান্নাহাসির বন্যা মিলাই

নিথর নীরবতায়

হাই হাই গো কেহ আসে কেউ যায়

হায় গো কেউ আসে কেউ যায়

হাই গো কেহ আসে কেহ যায়,,

Еще от Syed Abdul Hadi

Смотреть всеlogo

Тебе Может Понравиться